নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
নানিয়ারচর ইসলামপুরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। ৪ই সেপ্টেম্বর রবিবার সকালে বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুরে খোলা বাজারে চাল বিক্রির শুভ উদ্ভোদন করেন প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা, খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডপ্রাপ্তরা চাল ৫ কেজি হারে চাল ক্রয় করতে পারছেন।
এ কর্মসূচিতেই ট্যাগ অফিসার দ্বারা নিয়ন্ত্রণ ও তদারকি করা হচ্ছে ,লাইনে দাঁড়িয়ে কেউ যেন একাধিকবার চাল নিতে না পারে, এছাড়া টিসিবির কার্ডধারীকেও অগ্রাধিকার দেয়া হচ্ছে । মাসে ৫ কেজি করে দুই বার দেয়া হবে। কার্ডধারী ছাড়া যারা চাল নিতে পারছেন, তাদেরকে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হচ্ছে ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তা ক্যাসাথুই মারমা ও সহকারি কর্মকর্তা তপন কান্তি ত্রিপুরা,ট্যাগ অফিসার জ্যোতিল কান্তি চাকমা,গ্রাম পুলিশ আবু হানিফ এবং ওয়ার্ড মেম্বার আব্দুর সালাম।