মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার “রাজপাড়া ক্রীড়া সংঘ”র আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজপাড়া এমআর জুনিয়র একাদশ বনাম উদীয়মান ক্রীড়া সংঘের খেলায় ৩-০গোলে রাজপাড়া এমআর জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে আয়োজক রাজপাড়া ক্রীড়া সংঘের সভাপতি আব্রে মারমার সভাপতিত্বে ও টুর্নামেন্টের আহবায়ক উচিংলা চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে.আজাদ, সাবেক ফুটবলার মো. মোশাররফ হোসেন মজনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক মো. মোস্তফা কামাল, কার্বারী এসোসিয়েশনের সহ-সভাপতি চাইলাপ্রু মারমা প্রমূখ।
অতিথিরা বিজিত ও বিজয়ী দলের মাঝে ট্রপি বিতরণ করেন। এছাড়া ৯টি দলের অংশগ্রহনে পক্ষকাল ব্যাপি খেলায় সেরা খেলোয়াড় হিসেবে সুজন মারমা (উদীয়মান), সেরা গোল কিপার হিসেবে রাজপাড়ায় বাবু মারমা ও উদীয়মান ক্রীড়া সংঘের গোল কিপার সাচিংমং মারমাকে পুরস্কৃত করা হয়। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মো. রেজাউল খান সোহেল।