লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল মাও: এ.কে.এম আব্দুল্লাহ সাহেবের পবিএ ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে মাও: এ.কে.এম আব্দুল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি সংলগ্ন ঐতিহ্য চাইনিজ রেষ্টুরেন্টএ বরকতময় দোয়া অনুষ্ঠান ও দুপুরের ভোজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ মোহদয়ের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অনুষ্ঠানে দোয়া পরিচলনা করেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: মুহাম্মদ হারুন-আল মাদানী, আরো উপস্থিত ছিলেন ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দগন।