মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা সবাই ছাত্র।গণতান্ত্রিক উপায়ে প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের পর ৫টি পদে ১৯জন প্রতিদ্বন্দ্বি শ্রেণীকক্ষে প্রচারণায় ভোটারদের মন জয় করে নির্বাচনে ভোটের মুখোমুখি হয়ে আনন্দঘণ পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গিরিকলি কিন্ডারগার্টেন ও পাবলিক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৯২ শতাংশ ভোট কাস্টিংয়ের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ‘গিরিকলি কিন্ডারগার্টেন ও পাবলিক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন। এ সময় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুর রহমান ফারুক, প্রতিষ্ঠান প্রধান মো. লুৎফর রহমানসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে ভোটারেরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে যান এবং পোলিং এজেন্ট ও প্রিসাইডিং কর্মকর্তার নিকট থেকে ব্যালট সংগ্রহ পূর্বক গোপন কক্ষ বুথে গিয়ে পছন্দনীয় প্রার্থীর প্রতীকে সীল মারেন। এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন। ৬ষ্ঠ -১০ম শ্রেণীর ৩৪০ জন( শিক্ষার্থী) ভোটারের মধ্যে ৩১৫জন ব্যালটে সীল দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। ভোট শেষে উৎসবমুখর পরিবেশে ভোট গণনা করা হয়। এতে প্রধানমন্ত্রী হিসেবে মো. ফয়সাল ইকবাল(১০ম), শিক্ষামন্ত্রী তানভীর হাসান(১০ম), স্বাস্থ্যমন্ত্রী সুমি আক্তার(১০ম), ক্রীড়ামন্ত্রী তাকওয়া হোসেন(১০ম) ও পরিবেশমন্ত্রী কে.এম. আজম(৭ম) বিপুল ভোটে নির্বাচিত হন। এই স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৯২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের পরিচালনায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ৯২শতাংশ ভোটার উপস্থিত থেকে তাঁদের প্রতিনিধি তাঁরই নির্বাচিত করেছেন।