মো:ইসমাইল,পানছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি:
সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনেই গাঁজাসহ একজনকে আটক করেছে খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম তারা মিয়া (৬০)। সে মোহাম্মাদপুর গ্রামের মৃত মনু মিয়ার সন্তান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের তারা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিমের দিক নির্দেশনায় এই সফল অভিযানের নেতত্বে ছিলেন এসআই মো. মুহিউদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই কামরুল হাসান, এএসআই মঞ্জুরুল, এএসআই তানভীর হোসেন।
পানছড়ি থানার ওসি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর সারণী ১৯(ক) মামলা দায়ের করা হয়েছে। আগেও সে একটি মাদক মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত। বর্তমানে সে জামিনে আছে।