মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন ধাপে ২১ জনের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
ফিল্ড কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। তবে এইসব অর্থ সঠিক বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন উপকারভোগীদের।