উথোয়াইচিং মারমাঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলার মংসাই মারমা (৪৬) নামের এক গ্রাম্য কবিরাজকে (বৈদ্য) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি খদং প্রু পাড়ার মৃত চিংহ্লা মং মার্মা-এর ছেলে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেল আড়াইটার দিকে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ইতলী হতে খদংপ্রু যাওয়ার রাস্তায় ক্রংশাডং নামক স্থানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। নিহত মংসাই মার্মা জুম চাষের পাশাপাশি কবিরাজের কাজ করতো। ঘটনার পর থেকে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,,নিহত মংসাই পাশের গ্রাম বরই তলী পাড়া বোনের বাসা হতে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে তাকে দুর্বৃত্তরা গুলি করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলির শব্দ শুনেই কাছে গিয়ে দেখলে, গুলিবিদ্ধ অবস্থায় লাশটি মাটিতে পড়ে আছে।
নিহত মংসাই মারমার স্ত্রী নাইউসাং মারমা(৪৩) কান্না ভরা কন্ঠে বলেন, আমি জুমে ধান কেটে ছিলাম। হঠাৎ করে পাড়াবাসীরা খবর দিয়ে জানতে পারি আমার স্বামীকে কে বা কারা খুন করে মৃত অবস্থায় রাস্তায় ফেলে চলে গেছে। আমার নিরীহ স্বামীর এই খুনের বিচার চাই।
পাড়াবাসীরা আরো জানায়, নিহত মংসাই এলাকায় একজন জুম চাষী। তার পাশাপাশি এলাকায় গ্রাম্য কবিরাজের কাজ করেন। তার এলাকায় কারো সাথে মনোমালিন্য ছিলো না। কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত থাকতে দেখিনি। এ হত্যাকান্ডের ঘটনাটি ধোঁয়াশা থেকে গেলো।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।