সরওয়ার কামাল,মহেশখালীঃ
মহেশখালীতে লবণ চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা ও লবণ চাষীদের কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ই আগষ্ট সকালে মহেশখালী উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির আয়োজনে হোয়ানক ধলঘাট পাড়া সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির কাশেম চৌধুরী বিএ।
উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাহাব উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম জফুর সহ লবণ চাষীগণ। সভায় বক্তারা, বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধগতিতে আসন্ন লবণ মওসুমে লবণের ন্যায্য মূল্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে লবণ চাষী কল্যাণ সমিতির মোহরাকাটা, কালালিয়াকাটা, বড়ছড়া ও জৈয়ারকাটার সদস্যদের মধ্যে কার্ড বিতরণ করেন হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির কাশেম চৌধুরী বিএ ।