রোয়াংছড়ি প্রতিনিধিঃ
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেন কচ্ছপতলী বাজার প্রাঙ্গণে, বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৮ আগষ্ট) সকাল ১০ঘটিকায় আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি র কচ্ছপতলী বাজার প্রাঙ্গণের ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় আলেক্ষ্যং ইনিয়ন কমিটির সভাপতি মংক্যউ মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মংহাইনু মারমা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি অংজ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি রবিসেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক অংশৈচিং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, যুব বিষয়ক সম্পাদক বিজয় কেতুং তঞ্চঙ্গ্যা, ক্রইসিংমং মারমা, যুব দলের সভাপতি লুপ্রুমং মারমা, ছাত্র দলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, মংক্যওয়াই মারমা, মংচনু মারমাসহ আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ভোট অনিয়ের মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা।