নিউটন চাকমা,কাউখালী প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
দীর্ঘ দিনের স্বপ্ন ও আশা আকাঙ্খা ছিল কাউখালী থেকে রাঙ্গামাটি সরকারি কলেজের কোন একদিন সরাসরি কলেজ বাসে আসা যাওয়া করে ক্যাম্পাসে বসে ক্লাস করবেন বলে জানাচ্ছেন কাউখালীর সন্তান অং থোয়াই প্রু মার্মা ও সঞ্চনা চাকমা। তারা দু’জনই রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তাদের স্বপ্ন ছিল বাড়ি থেকে রাঙামাটি সরকারি কলেজে কলেজ বাসে যাতায়াত করে নিয়মিত ক্লাস করা। আজ তাদের সেই স্বপ্নটি বাস্তবে রুপ পাচ্ছে। এজন্য অনেক খুশীতে মাতোয়ারা। পাশাপাশি তাদের সহপাঠীরাও একই আশার বাণী বলছিলেন।
কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরে কলেজ কর্তৃপক্ষের আশা ছিল কোন একসময় কাউখালী, বেতবুনিয়া, রাণীরহাট ও ঘাগড়া সহ চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে কলেজের নিজস্ব উদ্যোগে কলেজ বাস সার্ভিস চালু করা। কিন্তু ঐসব রোডে পযার্প্ত ছাত্র-ছাত্রী না থাকায় সার্ভিসটি চালু করা বা উদ্যোগ নেয়া হয়নি। আজ সেই এলাকার ছাত্য-ছাত্যীর সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে কলেজ বাস প্রদান করা হচ্ছে। তবে এবছরে ঐ এলাকায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দূর্ভোগের কথা মাথায় রেখেই পুনরায় কাউখালী রাস্তার মাথা হতে কলেজ পযর্ন্ত সরাসরি বাস সার্ভিস চালু করতে গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) রাঙামাটি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার ম্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই বাস চলাচলের সার্ভিসটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। সার্ভিসটি আগামী ২৮ আগষ্ট থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত সার্ভিসটি চালু থাকবে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
সুত্রে আরো জানাগেছে, কাউখালী উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের দীর্ঘ দিনের দাবি। আজ সেই দাবি বাস্তবায়নের পথে। সুতরাং ঐ রুটে ছাত্র-ছাত্রীদের কলেজে যাতায়াত করার সুবিধার্থে কলেজ কর্তৃপক্ষ কষ্টের বিষয়টি চিন্তা করে ঐ রুটে কলেজ বাস সার্ভিটি চালু করছে।
এদিকে, কাউখালী উপজেলার রাঙামাটি সরকারি কলেজে পড়ুয়া কাউখালী সদর, বেতবুনিয়া, রাণীরহাট ও ঘাগড়া এলাকার সকল রাঙামাটি সরকারি কলেজে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সঠিক সময়ে ক্যাম্পাসে ক্লাসে উপস্থিত হওয়া সহ যাতায়াতের সুবিধার্থে কা্উখালী থেকে রাঙামাটি সরকারি কলেজ পযর্ন্ত কলেজ বাস সার্ভিসটি নিয়মিত চালু রাখার জন্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে, নতুন করে এই রুটে বাস সার্ভিসটি চালু করায় ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশী ও আনন্দের জোয়ার বয়ে চলেছে। কোন কিছু লোকাল সার্ভিস চিন্তা না করে সময় মতো যাতায়াতের সুব্যবস্থা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন।