লক্ষ্মীপুর প্রতিনিধি: জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের চরম উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত। এসময়
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাস ভবনে হামলা ও সরকারের বিভিন্ন জুলম অত্যাচার বিষয়ে তুলে ধরে বলেন। আওয়ামী লীগের সাথে খেলতে বিএনপি প্রস্তুত রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিপর্যয়ের প্রতিবাদে এবং জ্বালানি তেল,পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যে মূল্যের চরম উর্ধ্বগতির প্রতিবাদে ২৩ আগস্ট বিকেল ৩টার সময় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইঁয়া, বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হাবিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়ালের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে হাজারও মানুষের উপস্থিতিতে আগামী কর্মসূচির পর্যায়ক্রমে ঘোষণার কথাও বলেন।