লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় ছাত্রলীগের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় অটোচালক ও যাত্রীসহ ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।
সোমবার সন্ধ্যায় পালেরহাট এলাকার আবুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী আহাদ, শান্ত ও হৃদয়। অটোচালক সৈকত ও যাত্রী রুবেল।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আহাদ, শান্ত ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।