মোঃ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
শনিবার (২০ আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে খাগড়াছড়ি গামী একটি ট্রাক থেকে ১৬৮ টি অবৈধ ভারতীয় শাড়ীসহ ট্রাক চালক রাসেলকে আটক করে।
এর আগে ভোর ৪ টার দিকে চেয়ারম্যানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ টি ভারতীয় শাড়িসহ মো. রুবেল নামে একজনকে আটক করে।
আটককৃত রুবেল মাটিরাঙ্গার মিস্ত্রী পাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে এবং ট্রাক চালক মোঃ আলমগীর মাটিরাঙ্গা কাজী পাড়ার আব্দুল রহিমের ছেলে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী জানান, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে সর্বমোট ১২ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ২২৮ টি ভারতীয় শাড়ি, একটি মিনি পিক-আপ সহ ২ জনকে আটক করে। অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অতীতের মতো আগামীতেও মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।