মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরাল ও ইউনিয়নে গেজেটভুক্ত ১২জন বীর মুক্তিযোদ্ধার নাম ফলক উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।
বুধবার (১৭ আগস্ট) উপজেলা অডিটরিয়াম মাঠে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে দুপুর ২টায় উপজেলার ১নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরাল ও ইউনিয়নে গেজেটভুক্ত ১২জন বীর মুক্তিযোদ্ধার নাম ফলক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আ’লীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।
এ সময় অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, জেলা মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, উপজেলা আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আবুল কালাম আজদ, আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, উপজেলা যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
পরে বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটরিয়াম চত্বরে আ’লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশাল শোক সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।