মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- শোকের মাস আগস্টে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুস্থ ও দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
১৬ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আবাসিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে শোকের মাস উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০ জন দুস্থ ও দরিদ্র পরিবারের নারী পুরুষের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১কেজি তেলসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন আবাসিক বিদ্যুৎ প্রকৈশলী মো. জিয়া উদ্দিন।
এসময় মানিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুর মান্নান, সদস্য আলমগীর হোসেনসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।