লায়ন বরুণ কুমার আচার্য্যঃ
চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালকে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ১ কোটি টাকার অনুদান ঘোষণা।
চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার অসহায় মানুষদের কিডনী ডায়ালাইসিস ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল’এর নবনির্মিত ভবনের একটি ফ্লোর ও চিকিৎসার সরঞ্জামসহ সমস্ত যন্ত্রপাতি ক্রয়ের জন্য শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর পক্ষ হতে এক কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়েছে।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী’র নির্দেশে এই অনুদান ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে ‘চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল’-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ফান্ডে প্রথম ধাপে ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, প্রকৌশলী আলী আহমেদ, প্রকৌশলী মতিউর রহমান, জেসমিন সুলতানা পারু, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২’র ডিজি রুহেলা চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম আবুল কাসেম, ‘এস জেড এইচ এম ট্রাস্ট’র সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, প্রকৌশলী কামালুর রহমান, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর আজকে আমাদের সাথে এই অংশগ্রহন আল্লাহর দরবারে অধিক বরকতময় হিসেবে বিবেচিত হবে। এস জেড এইচ এম ট্রাস্ট ও চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন সমাজের অবহেলিত চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হল মানবিক কার্যক্রম পরিচালনা করা। ভবিষ্যতে ট্রাস্টকে তাদের সকল কাজে সহযোগি হয়ে পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাস্টকে এই মহতি উদ্যোগে পাশে রাখায় ট্রাস্টের পক্ষ হতে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, এস জেড এইচ এম ট্রাস্ট দেশের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ১১টি স্থায়ী চিকিৎসা কেন্দ্র পরিচালনা করে থাকে।