llআদিত্য বড়ুয়া,দিঘিনালা প্রতিনিধি ll
দীঘিনালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং খাগড়াছড়ি জেলা থেকে নির্বাচিত সাংসদ শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা (২৯৮) সংসদ সদস্য স্বর্গীয় পিতা-মাতা”হরি কুমার মহাজন- উমাদিনী স্মৃতি বেডমিন্টন টুর্ণামেন্ট ২০২১
শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম
পরিচালক মোহাম্মদ জসিম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মাইনুদ্দীন।
৮ ই জানুয়ারী রাত ৮ টায় উপজেলার দীঘিনালা থানা মাঠে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন করেন।।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙা , অন্যদিকে মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রন হারিয়ে ফেরে মাদকসেবীরা । তিনি বলেন মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও্র সেবন ছাড়তে হবে। তুরুনদের লেখা-পড়ার পাশা-পাশি অবসর সময়ে খেলাা-ধুলায় মনোযোগী হওয়া উচিও । খেলা-থুৃলায় মানুষের দেহ গঠন ঠিক রাখে । মনকে রাখে সতেজ সুন্দর।