তাজকিয়া সদস্যদের “মানসিক স্বাস্থ্য ও সাংগঠনিক গতিশীলতার” উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত।
শুক্রবার (১২ আগস্ট) হামজারবাগস্থ বিবিরহাট মাদ্রাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী অডিটোরিয়াম হলে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়ার আয়োজনে তাজকিয়ার নিয়মিত কার্যক্রম ‘তাজকিয়া ইয়ুথ ডেভেলপমেন্ট এক্টিভিটি’র’ আওতায় তাজকিয়া সদস্যদের “মানসিক স্বাস্থ্যের বিকাশ” ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে “সাংগঠনিক আচার-আচরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাজকিয়ার সভাপতি আরেফিন রিয়াদের সভাপতিত্বে ও তাজকিয়া সদস্য মুহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় এতে “সাংগঠনিক আচার-আচরণ” শীর্ষক কর্মশালা পরিচালনা করেন তাজকিয়া প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু নাসের নূর অন্তু। এছাড়া “মানসিক স্বাস্থ্য” বিষয়ক কর্মশালা পরিচালনা করেন ডাঃ ইফতেখার-ই আলম জিয়াদ। উক্ত কর্মশালায় তাজকিয়ার বিভিন্ন জোনাল কমিটির বাছাই করা ১০০ জন সদস্যকে ট্রেইনিং করানো হয়। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন তাজকিয়ার সভাপতি আরেফিন রিয়াদ, সাধারন সম্পাদক আবু সালেহ সুমন, জয়নাল আবেদীন জয়, ডাঃ কৌশিক সায়মন, সাজ্জাদ হোসেন প্রমুখ।