স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:- ইউনিসেফের সহযোগিতায় ও বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও এনজিও’র মুখ্যপাত্র, এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ “এডাব” এর আয়োজনে খাগড়াছড়িতে ‘কোভিড-১৯ প্রতিরোধে ঝুকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহনে উদ্ধুদ্ধকরন জোরদারকরা’ ’শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) খাগড়াছড়ির বানৌক গেস্ট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এডাবের পরিচালক এ কে এম জসিম উদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুর রহমান, মনিটরিং এন্ড ইভান্যুয়েশন অফিসার রাজু আহমেদ, মো: মাসুদ করিম প্রমূখ।
অনুষ্ঠানে করোনাকালিন ভলান্টিয়ারদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এছাড়াও পাড়া পর্যায়ে উঠান বৈঠক, নাটক পরিবেশন এবং স্কুল-কলেজ-মাদ্রাসা পর্যায়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও করোনা ভ্যাকসিন গ্রহনে উদ্ভুদ্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় খাগড়াছড়ি সদর উপজেলা, মানিকছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার মোট ১৬ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।