মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে দুইটি অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং যোগ্যাছেলা ইউনিয়নের আসাদতলী এলাকায় অবৈধ বালু মহালে বালু উত্তোলনের খবরে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।
এ সময় তিনি ‘বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন’ ২০১০ এ দুটি মামলায় বালু উত্তোলনকারী মো. মুছা মিয়া ও কাজী আব্দুল মান্নানের নিকট হতে ৬০ হাজার টাকা করে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।