মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
“জীবন বাঁচাতে বৃক্ষ, জীবন সাজাতে বৃদ্ধ, আসুন বৃক্ষকে জানি, বৃক্ষকে চিনি” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ আগষ্ট) খাগড়াছড়ির পানছড়িতে গাউছিয়া নার্সারির উদ্যোগে ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঔষধি, ফলদ ও বনজ জাতের প্রায় ৩০ টি চারা রোপন করা হয়।
গাউছিয়া নার্সারির সত্ত্বাধিকারী আব্দুল হালিম জানান, আমি মূলত কৃষি নিয়ে কাজ করে থাকি।স্কুল-কলেজ, চিকিৎসা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা রোপন করার মাঝে আলাদা এক প্রকার সুখ পাই।তাই এটি আমার একটি ব্যতিক্রমী উদ্যোগ।
ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: সাদেক আলী বলেন, গাউছিয়া নার্সারির উদ্যোগে ওষধি,ফলদ ও বনজ গাছের চারা রোপন খুবই মহতি উদ্যোগ। বিদ্যালয়ের প্রতি আবেগ ও অনুভূতিতে আমি অনেক খুশি।