সোমবার রাতে ত্রিনিদাদ থেকে যথা সময়ে লাগেজ না আসায় সেন্ট কিটসে খেলা মাঠে গড়ায় দুই ঘণ্টা দেরিতে।সহজ লক্ষ্যে অবশ্য ভালো ব্যাটিং করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। শেষদিকে ডেভন টমাসের ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় ক্যারিবিয়ানরা।
ওয়ানডে সিরিজে দুইবার জয়ের খুব কাছে হতাশ হতে হয়েছিল উইন্ডিজকে। অবশেষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে পরম আরাধ্য জয় ধরা দিয়েছে তাদের কাছে।
সেন্ট কিটসে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরাল নিকোলাস পুরানের দল। সফরকারীদের ১৩৮ ছাড়িয়ে গেল ৪ বল বাকি থাকতে। এই সংস্করণে ভারতের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচে এটাই তাদের প্রথম জয়, সবশেষ ১৪ ম্যাচে কেবল দ্বিতীয়।
১৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের জয়ের নায়ক পেসার ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে ছয় উইকেট নিলেন তিনি। সব মিলিয়ে দশম বোলার হিসেবে গড়লেন এই কীর্তি। একমাত্র শ্রীলঙ্কার রহস্য বোলার অজন্তা মেন্ডিস দুইবার নিতে পেরেছেন ছয় উইকেট।
ওয়ার্নার পার্কে স্থানীয় সময় বেলা ১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ভারত। ম্যাককয়ের বাড়তি লাফানো বলে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন রোহিত শর্মা। আলজারি জোসেফের করা পরের ওভারে ১৭ রান নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেন সূর্যকুমার যাদব ও শ্রেয়াস আইয়ার। তবে এই দুই ব্যাটসম্যানের কেউই ইনিংস বড় করতে পারেননি।
পরের ওভারে ফিরে প্রথম বলেই সূর্যকুমারকে কট বিহাইন্ড করে দেন ম্যাককয়। শ্রেয়াসকে থামান জোসেফ। ঝড় তোলার আভাস দেওয়া রিশাভ পান্তকে বেশি দূর যেতে দেননি আকিল হোসেন
সপ্তম ওভারে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে ভারত কিছুটা প্রতিরোধ গড়ে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাটে। তবে দুই জনের কেউই দ্রুত রান তুলতে পারেননি।