।।মাটিরাঙ্গা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি হিসেবে আজ ৭জানুয়ারি নির্বাচন কমিশন অফিস হতে মনোনয়ন ফরম সংগ্রহ ব্যাপকহারে চলছে। তফসীল ঘোষনার পর নড়েছড়ে বসেছে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা।
অন্যদিকে তফসীল ঘোষনার পর নির্ধারিত দিন থেকেই কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম গ্রহণের হিড়িক পড়ে গেছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সুত্র মতে গত তিন দিনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩০জন মনোনয়ন ফরম গস্খহণ করেছেন। এর মধ্যে ৪নং ওয়ার্ডে সর্বোচ্চ ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান কাউন্সিলর মো. এমরান হোসেনসহ ৪জন, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটনসহ ৩জন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মোস্তফাসহ ৫জন, ৫ নং ওয়ার্ডে বর্তশান কাউন্সিলর মো. আলী মিয়াসহ ২জন, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগসহ ৪জন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলী হায়দার শিপনসহ ৪জন, ৮নং ওয়ার্ডে ১জন এবং ৯ নং ওয়ার্ডে ২জন, ১, ২ ও ৩ সংরক্ষিত আসন-১ নং ওয়ার্ডে ১জন, ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসন-২ নং ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর মনোয়ারা বেগমসহ ৩জন এবং ৭, ৮ ও ৯ সংরক্ষিত আসন-৩ নং ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর জয়নব বিবি সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবধরনের প্রস্তুতি রয়েছে।
এ নির্বাচনে মাটিরাঙ্গা পৌরসভার ১৮হাজার ৯শ ৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে আওয়ামীলীগ- বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দৌড়ঝাপ শুরু করেছে।