মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের রাঙ্গাপানি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রেহেনা আক্তারের পাশে দাড়ালেন মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন ও মানিকছড়ি মং রাজবাড়ি মুক্ত রোভার স্কাউটের সভাপতি কুমার সুইচিংপ্রু, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা যায়, উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নের ৫নং ওয়ার্ড রাঙ্গাপানি এলাকায় ছোট্ট তিন শিশু সন্তানকে নিয়ে একটি ছোট টিনসেট ঘরে বসবাস করতে হত-দরিদ্র রেহেনা আক্তার। গত ১ আগষ্টে দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রেহেনা আক্তার বাড়িতে না থাকা অবস্থায় আকস্মিক আগুন লাগে টিনসেট ঘরটিতে। এতে ঘর ও ঘরে থাকা মালামাল পুরে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় রেহেনা আক্তার। তবে আগুনের সুত্রপাত নির্দিষ্ট করে জানা যায়নি।
এ খবর ছড়িয়ে পড়লে মানিকছড়ির মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন ও মং রাজবাড়ি মুক্ত রোভার স্কাউটের সভাপতি কুমার সুইচিংপ্রু ছুটে যান ঘটনাস্থলে। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা ইউনিটের পক্ষ থেকে আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ রেহেনা আক্তার জানান, গতকাল রাতে আমি আমার সন্তানদের নিয়ে মায়ের বাড়িতে ছিলাম, রাত আনুমানিক ৩টার দিকে শুনতে ও জানতে পারি আমার ঘরের আগুন লেগেছে। তাৎক্ষনিক নেভাতে পারিনি। আমার ঘর পুরে যাওয়ায় বর্তমানে আমার সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে অথবা আমার মায়ের বাড়িতে থাকতে হবে।