লায়ন বরুণ কুমার আচার্য্যঃ
শাহাদাত-এ কারবালা মাহফিলের জন্য সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর আর্থিক সহায়তা প্রদান।
চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দশদিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্টানের জন্য দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (দ.) শাহজাদায়ে গাউসুল আযম রাহবারে আলম শাহসূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) এর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (২৬ জূলাই) শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মিজানুর রহমানের হাতে তুলে সহায়তার চেক দেয়া হয়।
রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর আর্থিক সহায়তার চেক প্রদানকালে উপস্থিত ছিলেন- মাইজভাণ্ডারী একাডেমির সাবেক সভাপতি ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।