llটুয়েল চাকমাll
নানিয়ারচর উপজেলা প্রতিনিধিll
৪ ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, ২নং নানিয়ারচর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি আকাশ কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল মৃধা এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, ২নং নানিয়ারচর সদর ইউনিয়নের সহ-সভাপতি উৎপল দাশ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন ২নং নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুর্জয় কর্মকার।
এসময় স্বাগত বক্তব্যে প্রধান অতিথি আকাশ কর্মকার বলেন উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন আজ। আমার যৌবনের প্রথম প্রেম, প্রেরণার উচ্ছ্বাস, গৌরবের সংগঠনের জন্মদিনে শুভেচ্ছা জানাই ছাত্রলীগের সাবেক ও বর্তমানের কোটি কোটি নেতাকর্মীকে।
বিএনপি নেত্রী খালেদা জিয়া যখন ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, তখন আমাদের নেত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়েছিলেন।
বিশেষ অতিথি নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মৃধা বলেন ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ে জোড়ালো ভূমিকা রেখেছে ছাত্রলীগ, হলের সমস্যা নিয়ে আন্দোলনে নেমেছে ছাত্রলীগ, যখনই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে তখনই রাজপথে সক্রিয় ছিল ছাত্রলীগ।
সোহেল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর ১৯৮১ সালে ১৫ মে দেশে ফিরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মায়ের মমতায় ছাত্রলীগকে সুসংগঠিত করে আরো গতিশীলতা দিয়েছেন, করেছেন শক্তিশালী।
অবিবাহিত নিয়মিত ছাত্ররাই বয়সসীমা ২৯ বছরের নিচে যারা থাকবে তারাই নেতৃত্বে আসবেন।
সাবেক ছাত্র নেতা স্বপন জ্যোতি চাকমা বক্তব্যে বলেন ছাত্রলীগের নেতৃত্বে দেশে আবারো প্রজ্বলিত হবে ছাত্রলীগের গৌরব কথা, ছাত্রলীগের ঐতিহ্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কথা। ছাত্রলীগ মানেই গভীর দেশপ্রেম, আর্দশবোধ ও ত্যাগের মহিমায় পড়াশোনার পাশাপাশি জাতি গঠনে অনন্য সাধারণ ভূমিকা রেখে যাওয়া একটি সাহসী ছাত্র সংগঠন। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। ছাত্রলীগের যে ত্যাগ, যে অর্জন তা অন্য কারো নেই। ছাত্রলীগের ইতিহাস ছাত্রলীগই।
নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিমল হাওলাদার বলেন অতীতে নানিয়ারচরে ছাত্রলীগ ছিলো আছে এবং থাকবে জননেতা দীপংকর তালুকদার এর হাতকে আরও শক্তিশালী করতে আমাদের ছাত্রলীগ সব সময় মাঠে কাজ করে যাবে।