লায়ন বরুণ কুমার আচার্য্যঃ
মুফতীয়ে আজম,গাউছে জমান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(কুঃ)’র চন্দ্র বার্ষিক ফাতেহা ও শাহজাদা আলহাজ্ব শাহসুফি সৈয়দ আবু তালেব(রহ.) ফরহাদাবাদীর ২য় বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও বিশেষ মুনাজাত “আঞ্জুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া কেন্দ্রীয় পরিষদ”র ব্যবস্থপনায় ও আল্লামা ফরহাদাবাদী একাডেমীর সহযোগীতায় ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ মোঃ হাসান,শাহসুফি সৈয়দ মোঃ হোছাইন।তকরির করেন মওলানা আলী মর্তুজা সিরাজী,মওলানা মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী,মওলানা শেখ আরিফুর রহমান।আরো উপস্থিত ছিলেন আল্লামা ক্বাযী জাফর সাদেক আল আহাদী,শাহজাদা সৈয়দ নুরুল আলম,শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন,শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন,সাফায়াতুল ইসলাম সাবাল,মাস্টার এনামুল হক,মিল্লাত হোসেন মেম্বার,মাহমুদুল্লাহ মেম্বার,গোলাম মওলা,মোঃ রাসেল,আমিনুল্লাহ,বশর প্রমূখ।মিলাদ কিয়ামের পর মুনাজাত করেন পীরে তরিকত আল্লামা ক্বাযী জাফর সাদেক আহাদী(ম.)।সকল আশেকভক্ত তবারুক গ্রহনের পর সেমা মাহফিলে কালাম পরিবেশন করেন বিশিষ্ট কাওয়াল সৈয়দ নাসির উদ্দিন।
আল্লামা ফরহাদাবাদী’র চন্দ্র বার্ষিক ওরশ সম্পন্ন
Leave a comment
Leave a comment