নিজস্ব প্রতিবেদক:- দু’বছর বিরতি দিয়ে অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে দুই নতুনের জয়গান দিয়ে। তারা দু’জন হলেন বাংলাদেশ পুলিশের খন্দকার আবদুস সোয়াদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তার।
বৃহস্পতিবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের খন্দকার আবদুস সোয়াদ। তিনি ফাইনালে ২-০ সেটে (২১-১৫, ২১-১৩) হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আল আমি ঝুমারকে।
নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তার। তিনি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে ২-০ সেটে (২৬-২৪, ২১-১৯) হারিয়েছেন একই দলের নাসিমা খাতুনকে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথ্য কমিশনার ড. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. শাহ আলম সরদারসহ অন্য কর্মকর্তারা।