কক্সবাজারের উখিয়া থানাএ রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯ শত ৭০পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ান র্যাব-১৫।
আটকৃত ব্যক্তি হল, রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেনের পুত্র মোঃ আবদুর রহিম (২২)। এসময় আরো অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যেতে সাক্ষম হয়।
শনিবার ( ২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ান (র্যাব-১৫) রাজাপালং হিজলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বলে নিশ্চিত করেছেন,র্যাব- ১৫ সুত্র।