চট্টগ্রামের রাউজানে নুরুল আলম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আবুকে হত্যাকান্ডের ৩ বছর পরে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (২৫ জুলাই) র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে নুরুল আলম হত্যাকান্ডের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আবুল কালাম আবু (৪০) আটক করে। সে রাউজান থানাধীন হারপাড়া এলাকার মোঃ নুরুল আলমের ছেলে।
২০১৮ সালের (৭ জুন) নিহত মোঃ নুরুল আলম এর সাথে হত্যাকারীদের রাস্তা চলাচলের পথ নিয়ে পূর্ব হতে বিরোধ ছিল। উক্ত দুস্কৃতিকারীরা নুরুল আলমের বসতঘরে আক্রমন ও ভাংচুর করে প্রায় ২,০০,০০০ টাকা এবং ১০ ভরি সর্নালংকার নিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে নুরুল আলম রাউজান থানায় অভিযোগ করতে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে রাস্তা আটকিয়ে আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে কখনও মামলা করলে পরিবারের সকলকে মেরে লাশ গুম করে দিবে মর্মে হুমকি প্রদান করে। আসামীদের হুমকির প্রেক্ষিতে নুরুল আলম দীর্ঘদিন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকে। কিছুদিন পর অবস্থার উন্নতি হলে নুরুল আলম বাড়িতে ফিরে আসে।২০১৯ সালের (৫ জানুয়ারি) সকাল ৮টায় নুরুল আলম উরকিরচর বাজারে গেলে বর্ণিত দুস্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নুরুল আলমের উপর আক্রমণ করে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করে ফেলে দেয়। পরবর্তী দিন (৬ জানুয়ারি) হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকা হতে হাটহাজারী থানার পুলিশ নুরুল আলমের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নুরুল আলমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় ১৪ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০২(০১)২০১৯, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড, জিআর-০২/২০১৯।
উক্ত নৃশংস হত্যাকান্ডের পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র্যাব-৭, পলাতক আসামী মোঃ আবুল কালাম আবু চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন উকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকা থেকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় ২নং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।