অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (৭জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপ্তাই উপজেলা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিলছড়ি অস্থায়ী কার্যালয়ের সামনে কাপ্তাই-চটগ্রাম সড়কে মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
এইসময় ,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,সাধারন সম্পাদক ইয়াছিন মামুন,যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ,সম্পাদক কামাল হাকিম, উপজেলা যুবদল সভাপতি সৈয়দ জাহেদুল ইসলাম,সম্পাদক ইব্রাহিম হাবিব মিলু,উপজেলা ছাত্রদল আহবায়ক সেকান্দর আলী রাসেল, সম্পাদক হুমায়ন কবির, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সম্পাদক মায়ারাম তনচংগ্যা ,কৃষক দল সভাপতি মোঃ হাসেম মেম্বার সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।