(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে প্রধান অতিথি হিসেবে খাপাজেপ সদস্য নীলোৎপল খীসা ও চেয়ারম্যান সাজাই মারমাসহ সকল ওয়ার্ড সদস্য/ সদস্যাদের উপস্থিতিতে বৃহস্পতিবার ৭ জানুয়ারি সকাল ১০ঘটিকার সময়ে অসহায় দরিদ্র, দুঃস্থ ও শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়।
এই শীতের সময়ে শীতবস্ত্র পেয়ে এলাকাবাসী সকলে খুবই খুশি হয়।
উক্ত এ কম্বল বিতরণ ওয়ার্ড সদস্য চম্পা মার্মা, মোঃ আব্দুল আজিজ,২৫৫ নং মাইসছড়ি মৌজার হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা ও বিভিন্ন ওর্য়াড় সদস্য ও নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।