মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিবেদক:
খাগড়াছড়ির পানছড়িতে ৩২’ বিজিবির ব্যবস্থাপনায় ধুদুকছড়ার ডাইনচন্দ্রবাড়ী বিওপি-তে অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩’ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি ব্যাটালিয়ন ( ৩২’ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এইচ হাফিজুর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এসময় নারী-পুরুষ ও শিশু সহ প্রায় দুইশত পরিবারের মাঝে এ সেবা দেয়া হয়।পানছড়ি ৩’ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো:মশিউর রহমান এ সেবা প্রদান করেন।
অধিনায়ক লে. কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ সেবা প্রদান। তিনি আরো বলেন প্রত্যন্ত এলাকার মানুষেরা চিকিৎসা সেবা সবসময় সঠিকভাবে নেয়ার সুযোগ পায় না।তাই আমরা চিকিৎসা সেবা দিতে পেরে আনন্দিত। এছাড়াও ধুদুকছড়ায় অবস্থিত ভয়ঙ্কর ভাঙা ব্রিজ পুনরায় তৈরি করা,ইটের রাস্তাকে পিচ ঢালাই করা,কাচা রাস্তাগুলোকে ইটের রাস্তায় পরিণত করা এবং এলাকার তরুণ তরুনীদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান সহ নানা ধরনের কর্মকান্ড পর্যায়ক্রমে সম্পন্ন করার আশ্বাস দেন।
চিকিৎসা নিতে আসা হাতিমারা-র প্রেম কুমার কার্বারি, খর্গ পাড়ার দীলিপ কুমার কার্বারি , সীমানা পাড়ার থুংপুতি চাকমা,নিকশন চাকমা,ও ক্রিনয়নী চাকমা জানান,আমরা দুর্গম এলাকায় বসবাস করি। শারিরীক কোনো সমস্যা হলে স্বাস্থ্যকেন্দ্রে বা ফার্মেসিতে যেতে অনেক সময় ও অর্থ লাগে। বিজিবি-রা মাঝে মাঝে এসব দুর্গম এলাকায় আমাদের নানাভাবে সাহায্য করা ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। আজ খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২’ বিজিবি) আমাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে অনেক খুশি।