ডা. বরুণ কুমার আচার্য্যঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৪ নং ইউনিয়ন গুমানমর্দান হারুন ভান্ডারে নির্মাণাধীন নতুন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
শুক্রবার (২২ জুলাই) শাহ মীর হারুন ভান্ডার মাজার প্রাঙ্গনে নির্মাণাধীন মসজিদের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক
এডভোকেট তছলিম উদ্দিনের সঞ্চালনায় মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন,হযরত মাওলানা হাফেজ মোঃ সোলায়মান আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। মসজিদ পরিচালনা মোতোওয়াল্লি মোহাম্মদ কামাল উদ্দিন,আশরাফুল আলম,মোহাম্মদ মোজাহের হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খায়রুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পরিষদের সদস্য নূর মোহাম্মদ সওদাগর,ইঞ্জিনিয়ার মোশারফ, জে এস বকুল, আলী হোসেন, সাজ্জাদ হোসেন রিপন, মামুন,খোকা, আরাফাত, তানভীর, সুমন প্রমুখ।
আলোচনা শেষে আগত অতিথিগণ মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।