অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলা ক্ষুদ্র- নৃগোষ্ঠীর তত্ত্বাবধানে কাপ্তাই উপজেলায় সংগীত প্রশিক্ষন কার্যক্রম বৃহস্পতিবার (৭ জানুয়ারী) হতে কাপ্তাই উপজেলা রেস্ট হাউসে শুরু হয়েছে।
কাপ্তাই প্রেস ক্লাব এবং শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এবং শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক মংসুইপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগীত প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন।
এইসময় কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক বিপুল বড়ুয়া, ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কাপ্তাই উপজেলা শাখার সংগীত প্রশিক্ষক জ্যাকলিন তনচংগ্যা, তবলাবাদক অর্ণব মল্লিক, নৃত্য প্রশিক্ষক বৃষ্টি তনচংগা সহ প্রশিক্ষনার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।