রিপন ওঝা,মহালছড়িঃ
খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জোবাইদা আক্তারের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজকেও ধর্মঘট পালন করছে মহালছড়ি সদর বাজারের সকল ব্যবসায়ীগণ এবং স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।
আজ ২১ জুলাই রোজ বৃহস্পতিবার মহালছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশীল দাসের নেতৃত্বে বাজারের ফার্মেসী দোকান, কাঁচা তরিতরকারি ও মাছ বাজার খোলা রয়েছে এবং প্রতিদিনের ন্যায় কর্মসূচিহীন আগামী ১০দিন মহালছড়ি বাজারের সকল কার্যক্রম চলমান থাকবে।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন(ইউএনও) জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই দোকানদার ও বাজার হাটে বসা অস্থায়ী বা ভ্রাম্যমান দোকানদার, এমনকি সাধারণ মানুষকে অহেতুক জরিমানাসহ নানা হয়রানি করে যাচ্ছেন। প্রতিকারস্বরুপ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এমন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার’র অপসারণের এক দফা দাবী জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানান এবং আগামী ১০দিনের মধ্যে আল্টিমেটাম দিয়ে দূর্নীতিবাজ ইউএনও অপসারণের দাবী পূরণ না হলে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন যাবে।
আজ দ্বিতীয় দিনের কর্মসূচী হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে ৮টি লিখিত অভিযোগ সম্বলিত স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।
উক্ত বৈঠকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, বাজারের সিনিয়র দোকানদারসহ সকল দোকানদারগণ ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।