সরওয়ার কামাল,মহেশখালীঃ
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২য় বারের মত শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন মাতারবাড়ী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিউর রহমান লিটন । পরিবার পরিকল্পনা পদ্ধতি, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী, করোনাকালীন স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের কারণে বিশেষ অবদান রাখায় মহেশখালী উপজেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন। ২১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কমিটি কর্তৃক ২০২২ সালের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মাতারবাড়ী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন অছিউর রহমান লিটন। লিটনের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমেলন্দু কিশোর পাল।
এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ ইয়াকুব আলী,পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিউর রহমান লিটন,পরিবার কল্যান সহকারী রোখসানা আজিজ, পরিবার কল্যান পরিদর্শিকা উর্মি পাল,এ বিষয়ে অছিউর রহমান লিটন বলেন, এ সাফল্যের অংশীদার পরিবার কল্যাণ সহকারীরা। আমার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও আপামর জনসাধারণের। আশা করি, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে কাজ করব।