চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় এক দিনমজুরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে, নিহতের নাম মোঃ এনাম(৩০)। সে পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আজিম নগর মহিষের বাম এলাকার আহমদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু।
তিনি বলেন,রাতে অজ্ঞাত পরিচয়ে বেশ কিছু দুর্বৃত্ত এনামের বাড়িতে হামলা চালায়। তারা এনামকে অতর্কিত দেশিয় অস্ত্র দিয়ে মারধর শুরু করলে সে পালিয়ে পার্শ্ববর্তী বাড়িতে চলে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন।সেখানে গিয়ে সন্ত্রাসীরা তার মাথা ও ঘাড়ে দুটি গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এনামের পরিবার সূত্রে জানা যায়, তার সাথে কামাল নামে এক ব্যক্তির বিরোধ ছিল।সন্ত্রাসীদের গুলিতে নিহত এনাম দিনমজুর করে সংসার চালাত। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, গুলি করে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।