উথোয়াইচিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজির সাথে বান্দরবান জেলা কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর রহমান উপস্থিত থেকে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন।
মঙ্গলবার (০৬.০১.২০২১ইং) তারিখ বিকেল ০৩ঃ৩০ মিনিটে জেলা প্রশাসক মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত জেলা প্রশাসক প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান প্রেস ইউনিট সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়াাল বিকাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।