ধর্ম অবমাননার অজুহাতে নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলা–ভাংচুরের নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম।পাশাপাশি জড়িতদের কঠোর বিচার দাবী করে হেফাজত ইসলাম বলেন,নড়াইলে হামলা ও ভাঙচুরের ঘটনা স্পষ্ট ইসলামবিরোধী কর্মকাণ্ড।
সোমবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানী স্বাক্ষরিত হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এসব কথা বলেন।
বিবৃতিতে বলেন, নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহা মহানবী হজরত মুহাম্মদ (স.)–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় জুমার নামাজ শেষে বিচারের দাবীতে সাধারণ মুসলমানেরা প্রতিবাদ করেন।পরবর্তী সময়ে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে নির্বিচারে হামলা ও ভাঙচুর চালায়। এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটা স্পষ্ট ইসলামবিরোধী কর্মকাণ্ড।
হেফাজত নেতারা বিবৃতিতে আরও বলেন, নড়াইলে আকাশ সাহার ইসলাম অবমাননা এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা একই সূত্রে গাঁথা। যারা আকাশ সাহাকে দিয়ে ইসলাম অবমাননা করিয়েছে, তারাই সংখ্যালঘুদের ওপর হামলার ইন্ধন জুগিয়েছে।এসব কাজ ইসলাম ও দেশবিরোধী শক্তির দ্বারা সংঘটিত হচ্ছে মন্তব্য করে হেফাজতে ইসলামের প্রধান দুই নেতা বলেন, আকাশ সাহাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, সঠিক তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির সম্মুখীন করতে হবে।