অক্ষর বৃত্ত প্রকাশনা কতৃর্ক প্রকাশিত ডাঃ বরুণ কুমার আচার্য রচিত হোমিওপ্যাথি এক বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি বইটি দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল হযরত সৈয়দ মোহাম্মদ হাসান ( মঃ ) মাইজভান্ডারী বইটির মোড়ক উম্মোচন করছেন গাউসিয়া হক মঞ্জিলে হুজুরা শরীফে।
এই সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় র্পষদের সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ জসিম উদ্দীন জিকু,মাইজভান্ডারী একাডেমি গবেষণা সহকারী এস এম এম সেলিম উল্লাহ,মোহাম্মদ বাবলু,তরুণ কুমার আচার্য্য,রুবেল শীল,সমীর কান্তি দাশ,মোঃ তামজিদ হোসাইন ও প্রমুখ।
বইটি উৎর্সগ করছেন কুতুবুল আকতার হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী তনয়া অছিয়ে গাউসুল আজম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী ‘র সহর্ধমিনী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ‘র মা সৈয়দা সাজেদা খাতুন’র কর কমলে।
জামাল খাঁন প্রেস ক্লাব বাতিঘর,আন্দরকিল্লা জামেয়া মসজিদ মার্কেট,সাহিত্য বিচিত্রা,ফটিকছড়ি মাইজভান্ডারী শরীফসহ সকল লাইব্রেরী সমূহ, সূর্যগিরী আশ্রম কেন্দ্রীয় কার্যালয় ফটিকছড়ি তাজ লাইব্রেরী ও হারুন ভান্ডার দরবার শরীফে বইটি পাওয়া যাবে।
বইটি মূল্য রাখা হয়েছে ২৫০.০০টাকা।
উক্ত বইটি শিক্ষানবীশ হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য বিশেষ উপকারী।