মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান” যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়”এর (১৯৮২-২০২২)প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে জমকালো আয়োজন পুনর্মিলনী-২২ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে যোগ্যাছোলায় একটি ডিগ্রী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মঙ্গলবার (১২ জুলাই) দিনব্যাপি জমকালো আয়োজনে ৫শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী, সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষ রোপন, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, অতিথিবরণ, আলোচনা, শিক্ষাবৃত্তি ও সন্মাননা ক্রেস্ট বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয় প্রতিষ্ঠান প্রাঙ্গন মাতিয়ে তুলেছেন গত ৪ দশকের বিদায়ী শিক্ষার্থীরা।
সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা শেষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পুনর্মিলনী কমিটির আহবায়ক এটিএম মাসুদের সভাপতিত্বে ও আয়োজন কমিটির সদস্য সচিব মো. জাহেদুল আলম মাসুদের সঞ্চালনায় বিকেল ৩টায় আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ শাহনুর আলম, সাবেক প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাবেক প্রধান শিক্ষক সুখেন্দু বিকাশ দে, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে. আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফেজ আহম্মেদ, ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যুগ্ন আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ন সচিব মো. আবুল বশর, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ি মো. রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালক মো. জাহেদুল আলম মাসুদ, বিশেষ অতিথি সুখেন্দু বিকাশ দে বলেন, সেই ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ এই এলাকার মানুষকে আলোকিত করলেও দীর্ঘ ৪ দশকে এই জনপদ শিক্ষায় আশানুরুপ অগ্রগতি হয়নি! এলাকায় পুনাঙ্গ একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। নচেৎ এলাকা উন্নয়নে আমরা পিছিয়ে পরবো।
পরে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন ইউনিয়ন সদরে একটি পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজ স্থাপনের প্রতিশ্রুতিপূর্বক ইউনিয়ন পরিষদ সংলগ্নে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন।