ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর :
সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১জুলাই) পুকুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করে কুশাখালী ইয়ুথ এসোসিয়েশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কুশাখালীর এমন ৬জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কুশাখালী ইয়ুথ এসোসিয়েশনের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সভাপতি রাফি নাহিদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক এম এইচ মোহন মিয়া ও কোষাধ্যক্ষ অনি হাসান সুমন।
একই সাথে সংগঠনটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি রাফি নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুকুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুল্লাহ সুমন, মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুল ইসলাম ইউসূফ, মহাসাগর লিমিটেডের এমডি সাইফুল ইসলাম করিম, নভেরা গ্রুপের চেয়ারম্যান মোঃ ফয়েজ, শিক্ষক মোঃ সেলিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন।
এছাড়া অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খিবৃন্দ উপস্থিত ছিলেন।