বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঈদুল আজহা উদযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । স্বাভাবিক সময়ে সময়ে প্রধানমন্ত্রী ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে করোনার কারণে গত পাঁচটি ঈদের মতো এবারও ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।
গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া অডিও ও ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি। এবার তার সঙ্গে ঈদ উদযাপন করতে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ঢাকায় অবস্থান করছেন।