সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী উপজেলার হোয়ানকের সরকারী গহীণ পাহাড়ে অবৈধ ভাবে পান বরজ তৈরীকালে উচ্ছেদ করায় বন কর্মীদের প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়েছে অবৈধ জমি দখলকারীরা। ৪ই জুলাই বিকাল ৫ টায় কেরুনতলী বিট অফিসে দলবল নিয়ে প্রাণনাশের হুমকি দেন হোয়ানক কেরুনতলীর মঞ্জুর আহমদের পুত্র নেজাম উদ্দিন প্রকাশ গেন্ডাইয়া ( ৪০)। এ ঘটনায় বিট কর্মকর্তা আবুল মন্জুর বাদি হয়ে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়রী করেছে।
হোয়ানক কেরুনতলী বিট কর্মকর্তা আবুল মঞ্জুর জানান গত ৩রা জুলাই বিকাল ৩ টায় হোয়ানকের কেরুনতলী বন বিটের আওতাধীন তোতার ঝিরি’র পাহাড়ে অভিযান চালিয়ে অবৈধ পান বরজ উচ্ছেদ করে জবর দখল মুক্ত করা হয়। এ অভিযানের পর জবরদখলকারী নেজাম উদ্দীন ৪/৫ জন লোক নিয়ে হোয়ানক কেরুনতলী বন বিট অফিসে এসে সহকর্মীদের উপস্থিতিতে তাকে( বিট কর্মকর্তা) অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ সহ পুনরায় ২৪১২ নং পাহাড়ের তোতাঝিরি নামক এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে মারধরসহহ খুন কররে ফেলবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় তিনি ৪ঠা জুলাই রাতেই জিডি করেছে বলে জানান।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন হোয়ানকের সরকারী গহীণ পাহাড়ে অবৈধ ভাবে পান বরজ তৈরী করার খবর পেয়ে তাৎক্ষনিক কেরুনতলী বিট কর্মককর্তা আবুল মঞ্জুর সহ বনকর্মীদের নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে জবর দখলকারীর কবল থেকে অবৈধ ভাবে নির্মিত পানের বরজটি ভেঙ্গে দেওয়া হয়। এ নিয়ে জবরদখলকারী বিট অফিসে হুমকি দেয়। ফলে উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করে থানায় জিডি করা হয়েছে। যাহার নং ১৭৪।
উলেখ্য ওই এলাকার জবর দখলকৃত জমি উদ্ধার অভিযান চালালে ২০২০ সালের ৩০ই জুলাই ফরেষ্টার মোহাম্মদ ইউসুপ উদ্দীন কে নির্মম ভাবে খুন করে জবর দখলকারীরা।