মাইজভাণ্ডারী গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় পর্ষদের মহানগর চট্টগ্রাম ঘ ,ঙ জোন এর সাংগঠনিক সমন্বয়ক ও শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ সম্পন্ন।
সোমবার (৪ জুলাই) হামজারবাগস্থ মাদ্রাসা -ই- শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলায়তনে কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংলাপে কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে জনাব শেখ মুজিবুর রহমান বাবুল ও কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির সদস্যবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন।
সংলাপে অংশগ্রহণ করেন :
মুন্সিপাড়া শাখা,লতিফ পুর শাখা,ইস্পাহানি সি গেইট শাখা,মধ্যম সরাই পাড়া (পাহাড়তলী) শাখা,পাহাড়তলী রেলওয়ে বাজার শাখা,পশ্চিম নাসিরাবাদ বাচা মিয়া রোড শাখা,উত্তর পাহাড়তলী নয় নম্বর ওয়ার্ড শাখা,ধুপপুল শাখা,গ্রীন ভিউ শাখা,ফিরোজ শাহ কলোনি শাখা,বড়পুল (আহবায়ক) শাখা,ছোট পুল শাখা,মধ্যম রামপুরা শাখা,দেওয়ানহাট শাখা,মিস্ত্রিপাড়া শাখা, উত্তর হালিশহর বি ব্লক শাখা,চৌধুরীপাড়া শাখা, আগ্রাবাদ সিডিএ শাখা,পতেঙ্গা শাখা,জামাল খান শাখা।
উপস্থিত সকল কমিটিকে ট্রাস্টের জারিকৃত ও কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক প্রকাশিত সার্কুলার বিতরণ করা হয়।যেন সুন্দর ভাবে নিয়মকানুন মেনে চলে ফলে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি পায়।
পরিশেষে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়কারীদের কে ধন্যবাদ জানিয়ে সংলাপ সমাপ্তি হয়।