ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বুধবার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ঈদের দিন রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে, তবে তা সামান্য। তবে ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।
রংপুর এবং চট্টগাম বিভাগের দু-একটা জায়গাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না। তবে বৃষ্টিপাত হলেও পরিমাণে কম থাকবে। মানে সারাদিন ধরে বৃষ্টি হবে, সে ধরনের সম্ভবনা খুবই কম।
ঈদের দিন সারা দেশের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। বর্তমানের তাপমাত্রা যে রকম আছে, সে রকমই থাকবে। হয়তো দু-একটা জায়গাতে সামান্য বাড়তে পারে। সে ক্ষেত্রে হয়তো তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।