মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকাল ৯টায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমার নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ সংলগ্ন আনসার ব্যারাক চত্ত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন অতিথিরা।
এসময় ইউএনও রক্তিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশসহ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো। গ্রিন হাউস প্রতিক্রিয়ায় বাতাসে সিসার মাত্রা বেড়ে যাওয়া, সাগরপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির লেভেল ক্রমশ নিচে নেমে যাওয়াসহ ওজন স্তর ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিশ্বজুড়েই দুর্যোগের মাত্রা ও পরিমাণ বাড়ছে। ভূমিকম্প, ভূমিধস, খরা-বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হচ্ছে মানুষ। তাই জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় এখন থেকে বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে। বৃক্ষ যেমনি আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনি প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। তাই সকল নাগরিককে বৃক্ষরোপনে আগ্রহী ও অহেতুক বৃক্ষনিধনে নিরুৎসাহিত করতে হবে।
এসময় উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক শেখ মুহাম্মদ শোয়েব ও উপজেলা কোম্পানি কমান্ডার মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।