চট্টগ্রামে কালোবাজারিতে ট্রেনের টিকেট বিক্রির সময় র্যাবের হাতে হাতেনাতে আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত কর্তৃপক্ষ।
সোমবার (৪ জুলাই) দুপুরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় কমান্ডেন্ট মো. রেজুয়ানুর রহমান।তিনি বলেন টিকেট কালোবাজারির সাথে জড়িত রেলের নিরাপত্তা বিভাগের দু’সদস্য পূর্বাঞ্চল আরএনবির জেনারেল শাখার হাবিলদার রবিউল হোসেন (৩৯) ও জেনারেল শাখার সিপাহি ইমরান হোসেন (২৭)’কে র্যাব আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে।অভিযুক্ত দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
প্রসঙ্গত রবিবার (৩ জুলাই)রাত সাড়ে ১০টায় নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম রেল স্টেশনের পাশে রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনে টিকিট বিক্রির সময় আরএনবির দুই সদস্যকে আটক করে র্যাব।
তাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকিট এবং টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে বেশি দামে টিকিট বিক্রয় করে আসছিলেন।