সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১ -২০২২অর্থ বছরে খরিপ-২/২০২১-২০২২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০জন কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সানাউল হক এর সঞ্চালনায় উক্ত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
০৪ জুলাই (সোমবার) রামগড় কৃষি অফিস প্রাঙ্গণে সকাল ১১ঘটিকায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণের কার্যক্রম শুরু হয়।
এসময় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, রামগড় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরী,রামগড় তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন,আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দীন,, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখিত উপকরণ,প্রতি কৃষক বীজ – পরিমাণ ০৫ কেজি,জাত ব্রিধান৮৭,রাসায়নিক সার ;ডিএমপি- ১০ কেজি,এমওপি ১০কেজি বিতরণ করা হয়।